ফুলবাড়ীগেটে ভ্যান শ্রমিক লীগের মানববন্ধন পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী ইঞ্জিন চালিত ভ্যান রিক্সা বন্ধের প্রতিবাদে খানজাহান আলী থানা ভ্যান শ্রমিক লীগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী গতকাল সোমবার সকাল ১১টায় ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ভ্যান শ্রমিকলীগের সভাপতি মোঃ আবু জাফর।
কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউপি চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী, মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা।
জাতীয় শ্রমিকলীগের থানা সভাপতি মোল্যা ওমর ফারুক, বায়জিদ সরদার, লিয়াকত মুন্সি, সাইফুল ইসলাম বাবু, আব্দুর রহমান, চান্দু মিয়া, মোঃ রিজাউল ইসলাম, জামাল হোসেন, পিন্টু মিয়া, বিপুল চন্দ্র, দবিরুল ইসলাম, মোঃ বরকত, আব্দুর রশিদ, আব্দুল হাই, আব্দুল বারেক, মোঃ বাবুল, মোঃ শাহজাহান, শহিদুল ইসলাম, আঃ রাজ্জাক প্রমুখ।