ফুলবাড়ীগেটে বিএনপি নেতা দুদু’র কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আওয়ামী লীগ নেতাদের নিয়ে ‘বিরূপ বক্তব্য’ দেওয়ার প্রতিবাদে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধায় ফুলবাড়ীগেট বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিএনপি নেতা দুদু’র কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে খুলনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে কুৎসিত বক্তব্য দেয়ার প্রতিবাদে দুদু’র কুশপুত্তলিকা দাহ করা হয়। অবিলম্বে জাতির সামনে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় আরও বক্তৃতা করেন নগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, মোঃ সোলায়মান মুন্সি, আলহাজ¦ মোড়ল আনিছুর রহমান, সেলিম রেজা, কাজী জাকারিয়া রিপন, মোঃ শাহজাহান হাওলাদার, মোঃ কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহব্বায়ক সজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, মোল্যা মুজিবর রহমান, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ইমরান হোসেন, মোঃ শাকিল আহম্মেদ, এফএম জাহিদ হাসান জাকির, মোঃ মিজানুর রহমান রুপম, ওলিয়ার রহমান রাজু, বায়েজিদ সরদার, মোড়ল মুজিবর রহমান, বাদল হাওলাদার, বেগ খালিদ হোসেন, ফয়সাল হোসেন, কামাল মুন্সি, রানা হওলাদারসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ