ফুলবাড়ীগেটে দিনে দুপুরে মটরসাইকেল চুরি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট রেললাইনের পাশ্বে সুইট ট্রেডার্স এর সামনে থেকে মটর সাইকেল চুরি। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টায় খুলনার সোনাডাংগা থানার বাইপাস সড়ক এলাকার আব্দুল মান্নানের পুত্র হাফিজুর রহমানের ১টি এ্যাপাসি মটর সাইকেল (খুলনা মেট্রো ল- ১২-০৪১০) ফুলবাড়ীগেট রেললাইনের পাশ্বে সুইট ট্রেডার্স এর সামনে রেখে বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়। নামাজ শেষে যথাস্থানে তার মটর সাইকেলটি পাওয়া যায় নাই। পাশ্বের্ একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দপুর ১:৫৪:২৮ সেকেন্ডে মটর সাইকেলটি ফুলতলার দিকে চোর কর্তৃক নিয়ে যেতে দেখা যায়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নং-২৫০। তাং-০৬/১২/১৯