December 22, 2024
আঞ্চলিক

ফুলবাড়ীগেটে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি, ব্যাপক সাড়া

খানজাহান আলী থানা প্রতিনিধি

এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীর পিঁয়াজ কারসাজিতে হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যখন পিঁয়াজ তখন সরকার ভর্তুকি দিয়ে পিঁয়াজ আমদানী করে টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিক্রি শুরু করলে দফায় দফায় দাম কমতে থাকে পেঁয়াজের।

গতকাল শনিবার ফুলবাড়ীগেট পুলিশ বক্রোর পাশে ট্রাকে করে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা দরে  বিক্রি  করতে দেখা যায়। সকল শ্রেনী পেশার মানুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে পেঁয়াজ ক্রয় করে। দীর্ঘ সময়ে লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনতে পেরে সাধারণ মানুষ খুবই খুশি তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন প্রথম পর্যায়ে সীমিতভাবে বিক্রি হলেও এখন অধিকাংশ স্থানে টিসিবির পেঁয়াজ মাত্র ৪৫ টাকায় বিক্রি হওয়ায় বাজারে পেয়াজের দাম কমেছে। গতকাল ফুলবাড়ীগেটে টিসিবির পেঁয়াজ যখন খোলা বাজারে ৪৫ টাকায় বিক্রি হচ্ছিল তখন ফুলবাড়ীগেটের দোকান গুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হয় ১১০ থেকে ১২০ টাকায়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *