ফুলতলা বিএনপির নেতা তাহেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরদার তাহেরুল ইসলাম তাহের এর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মহফিল মঙ্গলবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সহসভাপতি এস এ রহমান বাবুল।
যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, বিএনপির নেতা শেখ লুৎফর রহমান, ওয়াহিদুজ্জামান মোল্যা নান্না, শেখ আঃ সালাম, হারুন অর রশিদ সরদার, জি এম শফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, তুষার মোল্যা, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ শহিদুল ইসলাম, ইকবাল খান, তৈয়েব সরদার, মোঃ আনোয়ার হোসেন, সিরাজ মোড়ল, আনিছুর রহমান রনি, সুজন বিশ্বাস, সৈয়দ আল শাকিল, শেখ মহিউদ্দিন, আলামিন সানা, সলেমান শেখ, বি এম ইমরান প্রমুখ।