ফুলতলা জামিরা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মনিরুলকে সাময়িক বহিষ্কার
খবর বিজ্ঞপ্তি
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে ১১ সেপ্টেম্বর খুলনা জেলা আ’লীগের কার্যনিবাহী কমিটির সিদ্ধান্ত হয় যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিমসংগঠনের যে নির্বাচন করবে তাদেরকে সাময়িক বহিষ্কার করে চুড়ান্ত বহিস্কার করার জন্যে কেন্দ্রে তাদের নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করার জন্যে জেলা আওয়ামী লীগ বরাবর রেজুলেশনসহ সুপারিশ করেন ফুলতলা উপজেলা ও জামিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রের নির্দেশনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের ২ নভেম্বর তারিখের স্বাক্ষরিত আদেশ সম্বলিত পত্র এবং ফুলতলা উপজেলা ও জামিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রদত্ত তথ্যের ভিত্তিতে জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর নির্দেশক্রমে, উপজেলা জামিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়াতে জামিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মনিরুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হলো।