ফুলতলা উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনকে সংবর্ধনা
খানজাহান আলী থানা প্রতিনিধি: গতকাল খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী গেøারিয়াস ক্লাবের পক্ষ থেকে ফুলতলা উপজেলার বার বার নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের মনোনয় প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন কে গতকাল দুপুর বেলা শিরোমনিতে এক সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ আকরাম হোসেন বলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত রাখতে জাতী ধর্ম বর্ণ নিরবিশেষে সকলে ঐক্যবধ্য ভাবে নৌকায় ভোট দিন এবং গ্রাম ও শহরের ভেদাভেদ দূরকরতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আনছার আলী, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব শেখ আকতার হোসেন, গেøারিয়াস ক্লাবের আহবায়ক আলহাজ্ব এস.এম. ফজলুর হক, শেখ জামিল আহম্মেদ, শেখ আকতার হোসেন, মাহাফুজুর রহমান পলাশ, শেখ আনোয়ার হোসেন, কামাল আহম্মেদ, শাওন মাহমুদ জীবন, নাজির আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সদস্য সচীব শেখ আসলাম হোসেন। সংবর্ধনা শেষে এক প্রিতীভোজ অনুষ্ঠিত হয়।