ফুলতলায় ৪ হাজার নারী-পুরুষের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলায় কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪০৩৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২৪২৬জন এবং নারীর সংখ্যা ১৬১১ জন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা বলেন, ফুলতলা উপজেলায় ৬৩২ ভায়াল ভ্যাকসিনের বরাদ্দ পাওয়া যায়। ভায়াল প্রতি ১০জন হিসাবে মোট ৬৩২০জন এক ডোজ করে টিকা নিতে পারবে। সারাদেশে গত ৭ ফেব্রæয়ারি থেকে একযোগে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ৪ হাজার ৩৭জন নারী-পুরুষ ভ্যাকসিন গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্র ছাড়াও জাহানাবাদ ক্যান্টমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল কেন্দ্রে কাভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টেবিল প্রতি ১৫০ জন হিসাবে প্রতিদিন মোট ৪৫০ জনের ভ্যাকসিন গ্রহণের সুযোগ রয়েছে।
কিন্তু সে তুলনায় ভ্যাকসিন গ্রহণে আগ্রহী সংখ্যা খুব কম। বৈশ্বিক এ মহামারি থেকে পরিত্রাণ পেতে সমাজ সচেতনতার বৃদ্ধি এবং নিজে ও সমাজকে বাঁচাতে ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন। সরকারের ঘোষণা অনুযায়ী কোভিড-১৯ এর ভ্যাকসিনের প্রথম ডোজ আগামী ৫ মার্চ পর্যন্ত প্রদান করা হবে। প্রথম ডোজ গ্রহণকারীদের ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।