ফুলতলায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সুস্থ্য থাকতে হলে নিয়মিতভাবে আহারে বিষমুক্ত ফল, মাছ ও শাকসবজি পরিমিতভাবে খাদ্যাভাস করতে হবে। বিষমুক্ত খাবারের যোগান দিতে হলে গ্রামের প্রতিটি বাড়িতে আধুনিক প্রযুক্তিতে সবজি চাষ, ফলজ বাগান ও মৎস্য চাষ এবং গো খামার গড়ে তুলতে হবে।
গতকাল সোমবার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গোপালগঞ্জ, খুলনা, বাগেরগাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলতলার উদ্যোগে অনুষ্ঠিত মেলার সভাপতিত্ব করেন ইউএনও পারভীন সুলতানা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস।
কৃষি কর্মকর্তা শামীমআরা নিপার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মোঃ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, আবু তাহের রিপন, রবিন বসু প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শেষে ৩ দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।