ফুলতলায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বুধবার ফুলতলা ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম সরদার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। আলোচনা শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।