December 21, 2024
আঞ্চলিক

ফুলতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএল কলেজ ছাত্র নিহত, অপর দু’বন্ধু আহত

ফুলতলা প্রতিনিধি

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় ফুলতলা-জামিরা সড়কের গাড়াখোলা গাজীপাড়া মোড়ে মটর সাইকেল দুর্ঘটনায় রাসেল মোল্যা (২১) নামে কলেজ ছাত্র নিহত ও অপর দুই বন্ধু গুরুতর আহত হন। মৃতঃ রাসেল ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্যার পুত্র। আহত হুমায়ুন ও মাজেদুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টায় ৩ বন্ধু পালসার মটরসাইকেল যোগে (নং-যশোর-ল-১১-৬৪৪৬) বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছালে রাস্তার পাশে থাকা বাঁশে সজোরে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন। এলাকাবাসী দ্রæত তাদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মোল্যাকে মৃত্যু ঘোষনা করেন। আহত হুমায়ুন বিশ্বাস (২০) ও মাজেদুল গাজী (২২) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হুমায়ুন বিশ্বাস মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের খবির বিশ্বাসের পুত্র ও শাহাপুর মধুগ্রাম কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র এবং মাজেদুল গাজী চেচুড়ি গ্রামের গনি গাজীর পুত্র ও বিএল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এছাড়া নিহত রাসেল মোল্যা বিএল কলেজের মার্কেটিং প্রথম বর্ষের ছাত্র।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *