ফুলতলায় ভ্রাম্যমান দুধ ডিম ও মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে গতকাল রবিবার সাড়ে ১০টায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শারীরিক দুরত্ব বজায় রেখে অসহায় খামারীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল্ াপ্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায়, ডাঃ সুমাইয়া ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খামারী জসিম ফারাজি প্রমুখ।
এ সময় নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা বলেন, পর্যায়ক্রমে ফুলতলার ৪টি ইউনিয়নে স্বল্পমূল্যে খামারীদের মাঝে দুধ ও ডিম বিক্রয় করা হবে। উদ্বোধনী দিনে ফুলতলার দামোদর ইউনিয়নে খামারীদের নিকট ৫৪০ লিটার দুধ, ৩ হাজার ১শ’ ডিম এবং ৭শ’ ১০টি মুরগী বিক্রয় করা হয়। প্রথম দিনেই ১ লক্ষ ৯৭ হাজার, ৯শ’ ৫০ টাকা বিক্রয় হয়েছে বলে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায় জানান।