ফুলতলায় ডিবির অভিযানে ফেন্সিডিলসহ ট্রাক আটক
ফুলতলা প্রতিনিধি
গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ফুলতলার শেষ সীমানা এলাকায় অভিযানে মাদক কারবারীদের ফেলে যাওয়া ট্রাক উদ্ধার করে। এ সময় ঐ ট্রাক থেকে ৫০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন ও ২টি স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, খুলনাগামী ট্রাকে (নং-চুয়াডাঙ্গা-ট-১১-০০১৪) মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশ রোববার রাতে খুলনা-যশোর মহাসড়কের শেষ সীমানা এলাকায় অবস্থান নেয়। চিহ্নিত ঐ ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকটি থামা মাত্রই চালকসহ ৩ আরোহী রাজঘাটের দিকে দ্রæত পালিয়ে যায়। এ সময় তল্লাসী চালিয়ে ট্রাকের টুল বক্সের পাশে পলিথিনে মোড়ানো ৫০ বোতল ফেনসিডিল এবং ক্যাবিনের মধ্য থেকে ১টি নোকিয়া মোবাইল ফোন ও ২টি এ্যাফিডেভিটের স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ফুলতলা থানায় মামলা (নং-১০) হয়েছে। মামলায় ফুলতলার উত্তর আলকা গ্রামের পঞ্চানন এর পুত্র সুকান্ত (৩৫) ও দক্ষিণডিহি গ্রামের আহমেদ শেখের পুত্র আলামিন শেখ (২৬) কে আসামী করা হয়। এদিকে জেলা পুলিশ ফেলে যাওয়া ট্রাক থেকে পালিয়ে যাওয়ার সময় অভয়নগর থানা পুলিশ রাজঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুকান্তকে আটক করে। সে ডাকাতি ও একাধিক মাদক মামলা আসামী বলে পুলিশ জানিয়েছেন।