ফুলতলায় ডিবি’র অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ আটক ২
দ. প্রতিবেদক
খুলনার ফুলতলা উপজেলা থেকে ৬০ বোতল ফেন্সিডিল, ১১ বোতল বিদেশী মদ ও ১টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে উপজেলার যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার মেইন গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটকরা হলেন- যশোরের অভয়নগর প্রেমবাগ গ্রামের মৃতঃ সিদ্দিক বিশ্বাসের পুত্র মোঃ রিপন বিশ্বাস (৩৪) এবং একই এলাকার মৃতঃ সাহেব আলী মোল্যার পুত্র মোঃ সাগর মোল্যা (২০)।
জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন ফুলতলা যুগ্নিপাশা (খুলনা টু যশোর মহাসড়কের) অভিমুখে যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার মেইন গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় আটকদের হেফাজত হতে ৬০ বোতল ফেন্সিডিল, ১১ বোতল বিদেশী মদ, ১টি হলুদ ও নীল রংয়ের ট্রাক, ১টি বড় কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, ২টি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্র জব্দ করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া বাদী হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ