October 30, 2024
আঞ্চলিক

ফুলতলায় ট্রেনের ধাক্কায় ব্র্যাক ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

 

ফুলতলা প্রতিনিধি

ট্রেনের ধাক্কায় শেখ শামসুল হক (৫১) নামে ব্র্যাকের এক শাখা ব্যবস্থাপকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনা ঘটে বুধবার সকাল সোয়া ১০টায় খুলনার ফুলতলার বেজেরডাঙ্গা রেলষ্টেশন আউটারে। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের ইউসুফ শেখের পুত্র ও ব্র্যাকের বেজেরডাঙ্গা শাখা ব্যবস্থাপক হিসেবে ১ বছর কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় নিজ অফিস থেকে মটরসাইকেল যোগে ঢাকুরিয়া গ্রামের একটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। বেজেরডাঙ্গা রেলষ্টেশন আউটার পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আপ রকেট ট্রেন তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত‚্য ঘটে। এ সময় তার ব্যবহৃত মটরসাইকেলটি দুমড়ে মুচকে আগুন ধরে যায়। খবর পেয়ে দুপুরে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে। ব্র্যাক অফিস সূত্র জানায়, নিহত শামসুল হকের স্ত্রী শিরিনা বেগমও ব্র্যাক নড়াইলের বাঁশগ্রাম শাখা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত। তার ১ কন্যা ও ১ পুত্র রয়েছে। এদিকে সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে ব্র্যাকের আশপাশের শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন এবং সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী মোঃ সেকেন্দার আলী বলেন, লাশের সাথে ছিটকে পড়া হেলমেটের মধ্যে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়। মটরসাইকেল চালানোর সময়ে হেলমেটের মধ্যে রাখা মোবাইলে তিনি কথা বলছিলেন। যে কারণে ট্রেনের উপস্থিতি তিনি বুঝতে পারেননি। ফলে তিনি এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *