ফুলতলায় চিকিৎসকের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট উত্তম কুমার দেওয়ানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, চাকুরীচ্যুতি ও নিরাপদ কর্মস্থলের দাবীতে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকতা ও কমর্ চারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল সকাল ৯টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তৃতা করেন সদ্য যোগদানকারী আরএমও ডাঃ কাজী আব্দুর রউফ (এমবিবিএস, বিসিএস), ডাঃ দিলজান নিপা, ডাঃ সালিমা মেহের (গাইনী কনসালন্টেন্ট), ডাঃ সুকান্ত দাস (ডেন্টাল সার্জন) ডাঃ সিরাজাম মুনিরা, ডাঃ সাদিয়া আফরিন, ঔষধ কোং প্রতিনিধি সমীর কুমার দাস, আজাহার, মোঃ হানিফসহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, নার্স, কর্মকতা ও কমর্ চারী।
প্রতিবাদ সভায় বক্তারা কনসালটেন্ট উত্তম কুমার দেওয়ানকে হত্যার চেষ্টায় হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান, চাকুরীচ্যুতিসহ কর্মস্থলে নিরাপদ পরিবেশের দাবী জানান। উল্লেখ্য, গত ৩ জানুয়ারী উত্তম কুমার দেওয়ান সন্ত্রসী হামলায় গুরুত্বর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎধীন রয়েছে।