ফুলতলায় কমঃ হাফিজুর রহমান ভূইয়া’র স্মরণ সভা অনুষ্ঠিত
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত কুমার দাস বলেছেন, বাংলাদেশের জঙ্গীবাদ, সন্ত্রাস দমনে ১৪ দল ও ওয়ার্কার্স পার্টি জোরালো ভুমিকা পালন করেছে। আমরাই একমাত্র কৃষক শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে আসছি। তিনি আরও বলেন, বর্তমান সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মুল্য পাচ্ছে না। বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য প্রয়াত কমরেড হাফিজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে গতকাল ফুলতলা বাজার স্বাধীনতা চত্বরে বেলা ৪ টায় এক স্বরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সন্দিপণ কুমার রায় এর পরিচালনায় স্বরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এ্যাড. কমরেড মোস্তফা লুৎফুল্লাহ এমপি, কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর সাহা দিপু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক এ্যাড. মিনা মিজানুর রহমান। সভায় বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জমান মোল্যা, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা কমরেড আনসার আলী মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপপী, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, জামিরা বাজার আসমোতিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মারুফুল কবির, আরিফুজ্জমান বাবলু, গাজী নওশের আলী, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আঃ মজিদ মোল্যা, সেলিম আকতার স্বপন, গৌরাঙ্গ প্রসাদ রায়, খলিলুর রহমান, মফিদুল ইসলাম, দোলোয়ার হোসেন দিলু, ফারুকুল ইসলাম, হারুন অর রশিদ, আঃ সাত্তার, ইউপি সদস্য সরদার আঃ রহমান প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।