ফুলতলার আলকায় ওয়ার্ড সভা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার দামোদর ইউনিয়ন আলকা ৩নং ওয়ার্ডের এক ওয়ার্ড সভা রবিবার বিকালে আলকা পল্লী নিকেতন ক্লাব চত্ত¡রে ইউপি সদস্য আঃ রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভ্ইুয়া শিপলু। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক গৌতক কুন্ডু, সচিব আসমা খানম, ইউপি সদস্য শামসুন্নাহার বেগম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সুবোধ বসু, সহকারী অধ্যাপক পিযুষ হীরা, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন মোল্যা, মোঃ আকরাম মোল্যা, খোকন দাস, দিপক কুন্ডু, রোমেচা বেগম, লতিফা বেগম, পলি মালাকার প্রমুখ। সভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়।