ফুটপাতে ঘুমন্ত তীর্থযাত্রীদের ওপর চলন্ত বাস, নিহত ৭
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারী তীর্থযাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় বুলন্দশহরে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনাটি হয়। নিহতরা সবাই একই পরিবারের বলে এনডিটিভি জানিয়েছে।
উত্তর প্রদেশের হাথরাসের এ বাসিন্দারা গঙ্গা নদীতে পূণ্যস্নান শেষে বৃহস্পতিবার রাতে নারাউডা ঘাট থেকে বাড়ি ফেরার পথে ফুটপাতে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাদের পিষ্ট করে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক, জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।