ফিংড়ীতে কৃষক লীগের ধানকাটা কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি
দেশব্যাপী ‘ধানকাটা উৎসব-২০২১’ এর অংশ হিসেবে কৃষকের মাঠের ধান কেটে দিচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ।
রবিবার (০২ মে) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় (কৌচুয়ার বিল) কৃষক শেখ জাহাাঙ্গীরের ধান কেটে দেয় কৃষক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
ধানকাটা কর্মসূচিতে অংশ নেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, উদীচী- সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি স. ম. তাজমিলুর রহমান টুটুল, স্থানীয় জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম, শেখ তৈমুর হাসান, ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ।
ধানকাটা কর্মসূচিতে অংশ নেয়া নেতা-কর্মীরা বলেন, দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষক লীগ সবসময়ই কৃষকদের পাশে আছে। সাতক্ষীরা জেলার প্রায় সকল উপজেলাতে আমরা কৃষকের ধান কেটেছি এবং এ ধারা অব্যহত রয়েছে।