January 17, 2025
জাতীয়

ফায়ারম্যান সোহেল রানার দাফন সম্পন্ন

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার কেওরুলা গ্রামে ফায়ারম্যান সোহেল রানার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় চৌগাংগা ফাজিল মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে ফায়ারম্যান সোহেল রানার মরদেহ কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার কেওরুলা গ্রামের নিজ বাড়িতে পৌঁছে। এসময় খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে এলাকার শত শত লোকজন এসে বাড়িতে জড়ো হয়।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য সেখানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরূল হাসানসহ ফায়ার সার্ভিসের লোকজন।

এসময় সোহেল রানার পরিবারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. রাজধর মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *