‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ ট্রেলারে শ্বাসরুদ্ধকর চমক
শূন্যে উড়ছে গাড়ি, কিংবা ধসে পড়তে থাকা সেতুর পর দিয়ে ছুটতে থাকা রেসিং কার, পেছনে যুদ্ধবিমান ও হেলিকপ্টার, একদিকে পরিবারের প্রতি মমতা, অন্যদিকে ভয়ংকর শত্রুর মোকাবিলা, এসব নিয়েই ভিন ডিজেল ও জন সিনার শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’র ট্রেলার প্রকাশ পেল।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তিতে আবারও দারুণ চমক দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি দর্শক। সবার অপেক্ষার পালা শেষ করে ৩১ জানুয়ারি প্রকাশ্যে এলা ফ্র্যাঞ্চাইজিটির নবম সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ ট্রেলার।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ পরিচালনা করেছেন জাস্টিন লিন, আর গল্প লিখেছেন ড্যান ক্যাসেই। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে চলতি বছরের ২২ মে।
দেখুন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ ট্রেলার: