ফাউচিকে বরখাস্তের ‘ইচ্ছা নেই’ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচিকে বরখাস্তের ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাস সংক্রমণরোধে মার্কিন প্রশাসন আরও আগে সব কিছু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে মৃত্যুর সংখ্যা কম হতো, সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডা. ফাউচি এমন মন্তব্য করায় তাকে বরখাস্তের দাবি তোলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সাবেক এক কংগ্রেস প্রার্থী।
এক টিভি সাক্ষাৎকারে ফাউচির ওই মন্তব্যের সমালোচনা করেন তিনি এবং টুইট করে তাকে বরখাস্তের দাবি তোলেন। তার টুইটে লেখা ছিল- ‘টাইম টু #ফায়ারফাউচি’।
ট্রাম্প রোববার ওই টুইট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক ফাউচির ভবিষ্যৎ নিয়ে এরইমধ্যে ডালপালা মেলা জল্পনাকে উস্কে দেন।
কিন্তু সোমবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক টাস্ক ফোর্সের ব্রিফিংয়ে ট্রাম্প জানান, ফাউচিকে সরিয়ে দেয়ার ‘অভিপ্রায় নেই’ তার।
শীর্ষস্থানীয় এ স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ মেনেই যে যুক্তরাষ্ট্রজুড়ে লকডাউন আরোপ করা হয়েছিল, তা বোঝাতে ব্রিফিংয়ের শুরুতে ফাউচিকে মঞ্চেও ডেকে নেন ট্রাম্প। বলেন, ফাউচি এবং আমি শুরু থেকেই বইয়ের একই পৃষ্ঠাতেই আছি।
“আমি মনে করি, তিনি একজন চমৎকার মানুষ। যদিও অনেকেই তাকে পছন্দ করেন না,” বলেন তিনি।
ব্রিফিংয়ে তিনি যুক্তরাষ্ট্রে ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে তার প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পক্ষেও সাফাই গেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে দেশটির গণমাধ্যমগুলোর ভাষ্য, করোনাভাইরাস মহামারী নিয়ে অনেক আগে সতর্ক করা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ব্যবস্থা নিতে দেরি করেছে।
প্রাণঘাতী এ ভাইরাস এখন যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে; আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখের কাছাকাছি, প্রাণ হারিয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ।