January 19, 2025
আন্তর্জাতিককরোনা

ফাইজারের ভ্যাকসিন পেল বিপর্যস্ত মেক্সিকো

লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বুধবার (২৩ ডিসেম্বর) ফাইজারের ভ্যাকসিন পেয়েছে মেক্সিকো। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের প্রথম ৩ হাজার ডোজ বেলজিয়াম থেকে কুরিয়ার বিমান যোগে মেক্সিকোতে পৌঁছায়। খবর এএফপির।

দেশটির সরকার বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) টিকা দেয়া শুরুর পরিকল্পনা করেছে। এ অঞ্চলজুড়ে ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের পর ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেক্সিকো।

মেক্সিকোর শক্তিশালী মাদক চক্রের হাতে পড়া থেকে এসব ভ্যাকসিন রক্ষা করতে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে টিকাগুলো মেক্সিকো সিটির দক্ষিণে একটি সামরিক স্থাপনায় রাখা হয়েছে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে এই মহামারি ভাইরাসের অবসান শুরু হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছে এবং ১৩ লাখ ৪০ হাজার লোক আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে প্রকৃত সংক্রমণের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৩১ জানুয়ারি নাগাদ ফাইজার-বায়োএনটেকের ১৪ লাখ ডোজ ভ্যাকসিন মেক্সিকোতে পৌঁছাবে। মার্কিন এ কোম্পানি মোট ৩ কোটি ৪৪ লাখ ডোজ টিকা মেক্সিকোকে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *