ফরিদপুর মেডিকেলে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু
কভিড-১৯ রোগের মতো উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন।
৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি মধুখালী উপজেলার চরমুরাদিয়া গ্রামে। সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ওই ব্যক্তি নিউমোনিয়া ও কিডনির সমস্যায় ভুগছিলেন, তার জ্বরও ছিল। তিনি শনিবার (৪ এপ্রিল) অসুস্থ বোধ করায় হাসপাতালে আসলে তাকে করোনা আইসোলেশনে রাখা হয়।রোববার বিকালে তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে এখনও ফলাফল তারা পাননি বলে জানান তিনি।