December 21, 2024
জাতীয়

ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট সংলগ্ন একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর ঝুলন্ত ও বিছানায় শোয়ানো অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ঘরের দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার শুরু করে।

মৃত স্বামীর নাম রাজীব বিশ্বাস (৩৪) ও স্ত্রীর নাম স্মৃতি বণিক (২২)। তারা দুজনই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্মৃতি বণিক মুকসুদপুরের বাটিকামারী এলাকার খোকন বণিকের মেয়ে। রাজীবের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এলকাবাসী জানায়, গত দুই বছর আগে ফরিদপুরের লঞ্চ ঘাটা এলাকার বরকাতের একতলা পাকা বাড়িটি ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করেন।

ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কাজ শুরু করে।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, মরদেহটি দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *