ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে দম্পতির মৃত্যু
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার সদরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, তার ইউনিয়নের চরব্রাক্ষ্মন্দী গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-চরব্রাক্ষ্মন্দী গ্রামের রাশেদ হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী মো. মিরাজ হাওলাদার (৪৫) ও মিরাজের স্ত্রী চায়না বেগম (৩৫)।
ইউপি চেয়ারম্যান বলেন, মিরাজ দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দুপুরে বাড়ির ১০-১৫ ফুটের একটি মল মজুদ রাখার পাকা সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন মিরাজ । কিছুক্ষণ পর তার চিৎকার শুনে চায়না ট্যাংকের ভেতর প্রবেশ করেন।
“পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”