ফরিদপুরে বিয়ের বছরেই লাশ হলো এক বধূ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ফরিদপুরে বিয়ের বছর গড়ানোর আগেই এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের নিহতের শ্বশুরবাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত আশা আক্তার (১৮) মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের অটোচালক আবু বক্কর মোল্যার মেয়ে এবং তার বাবার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে কৃষক টব মিয়ার ছেলে নয়ন মিয়ার (২১) স্ত্রী।
মধুখালী থানার এসআই আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তারা নয়ন মিয়ার ঘর থেকে আশা নামের ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মেগচামী ১নং ওয়ার্ডের মেম্বার আদম মোল্লা জানান, আশা ও নয়নের বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। একরাতে তারা দুইজন গোপনে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। এরপর নয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে আশার পরিবার।
ওই মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থাতেই গ্রাম্য সালিশে নগদ পাঁচ লাখ টাকা ও এক খণ্ড জমি দেনমোহর স্থির করে ছয়মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে স্বামীর বাড়িতেই থাকত আশা। তবে তাদের মাঝে পারিবারিক কলহ লেগে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ।