January 11, 2025
জাতীয়

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

 

 

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল জানান, শহরতলির পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শনিবার সালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক বাড়ি মাগুরা জেলায়। তার নাম ইসলাম বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি। নিহত অন্যজনের নামও পুলিশ বলতে পারেনি। আহত দ্ইুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নূরুল আলম বলেন, ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ঠিকানা-পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *