ফরিদপুরে অন্যর হয়ে পরীক্ষা দেওয়ায় ৮ জনের সাজা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ফরিদপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল পর্যায়ের ভকেশনাল পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন আটজন। গতকাল শুক্রবার জেলার বোয়ালমারী উপজেলার চতুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের ধরে ভ্রাম্যমাণ আদালত। পরে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ তার কার্যালয়ে আদালত বসিয়ে ওই ৮ জনকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
তিনি জানান, শুক্রবার চতুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথমপর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। ওই কেন্দ্রে নির্ধারিত পরীক্ষার্থীর বদলে অন্যে ‘প্রক্সি’ দিচ্ছে খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালিয়ে পরীক্ষা দিতে আসা ওই আটজনকে আটক করেন ইউএনও ঝোটন চন্দ।
ইউএনও ঝোটন চন্দ বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনের ১১ ধারা অনুযায়ী এ দÐ প্রদান করেন। ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন তিনি।
