January 19, 2025
জাতীয়

ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তিনতলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিসান (৯) ও রাজ্জাক (৩২)।

ফতুল্লার রামারবাগের মৃত হাসান খানের মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন আহত হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে শিশু জিসান পথেই মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেঁষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে। হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণে ওই বাড়ির পাশের রাস্তায় খেলাধূলা করার সময় শিশু জিসান ও বাড়িটির একটি কক্ষে অবস্থানকালে রাজ্জাকের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরনে দগ্ধ হয়ে চারজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তবে পথেই এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরেক শিশুর অবস্থা বিবেচনা করে ঢাকা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া এক নারীকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

বাড়িওয়ালার ছেলে সাইদের স্ত্রী আখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচতলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন। তাই রুমে কেউ ছিলেন না।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আমাদের ফোর্স ঘটনাস্থলে রয়েছে। ঘটনার বিষয় খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *