ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম কাজলের পবিত্র হজ্ব যাত্রা সফলতা কামনায় দোয়া মাহফিল খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনয়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। দোয়া মহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাপ্পি খান ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সহ-সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ কাজী শামিম। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল ইসলাম নূর, আহমদ মুসা রঞ্জু।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুল হক পাপ্পু, কোষাধ্যক্ষ এম এম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জ্বল ও মানজারুল ইসলাম, নির্বাহী সদস্য দেবব্রত রায়, দপ্তর সম্পাদক সাগর সরকার, সদস্য মোঃ মামুন রেজা, সোহেল রানা, হেলাল মোল্লা, বাহারুল আলম, আঃ রাজ্জাক, শেখ শান্ত ইসলাম, মোঃ শাহ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মোঃ আল মামুন গাজী।