ফকিরহাট ২৪০ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় খরিপ-১, ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪০জন কৃষক-কৃষানীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন, বিপ্লব দাশ, মোঃ সোলাইমান আলী, দিপায়ন দাশ, বিপুল পাল, প্রদীপ মন্ডল, বিপুল মজুমদার, অভিজিৎ গাইন, নাজির আহম্মেদ, দেবদাশ বালা, তানিয়া রহমান, আফরোজা মুমু, ভাগ্য মন্ডল, শানজিদা আক্তার সহ কৃষকগন উপস্থিত ছিলেন।