ফকিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফকিরহাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ফকিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পদে অধ্যাপক মুরারী মোহন পাল ও সাধারন সম্পাদক পদে জীবন কৃষ্ণ ঘোষকে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শীব প্রসাদ ঘোষ। সম্মানীত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়।
এতে প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যনার্জী। বিশেষ অতিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ফকিরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অবিনিশ চক্রবর্তী, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি সুবীর কুমার মিত্র। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ দাশ শিশির কুমার, বিজন কুমার দাস, ফকিরহাট কালী মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক, প্রধান শিক্ষক প্রজীৎ কুমার মজুমদার, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, প্রভাষক অঞ্জন কুমার দে প্রমূখ।