ফকিরহাট সিএসএস’র উদ্যোগে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট সিএসএস’র অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের উদ্যোগে রোববার বেলা ১১টায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলায় কর্মরত বে-সরকারি সংস্থা সমূহের প্রতিনিধিদের নিয়ে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সমন্বয়কারী মুঃ আলহাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সিএসএস এর শাখা ব্যবস্থাপক সঞ্জীত মন্ডল, ওয়াশ কর্মসুচির এরিয়া অফিসার শংকর জোদ্দার, ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসাঃ মাজেদা খাতুন, উত্তরণের শাখা ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন মোড়ল, ডাক দিয়ে যাই এর শাখা ব্যবস্থাপক দেবদুলাল হাওলাদার, নবলোকের শাখা ব্যবস্থাপক ধীমান মহালদার, ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার শাহানারা পারভীন, আশার সিনিয়র শাখা ব্যবস্থাপক শেখ আকতার হোসেন,উন্নয়ন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: আনোয়ার হেসেন, প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মিতা মল্লিক, ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, রিক এর শাখা সহকারী মোঃ ইব্রাহীম,ফকিরহাট ইউনিয়ন গ্রাম আদালত সহকারী ফাতেমা খাতুন,উদ্দীপনের শাখা ব্যস্থাপক গৌর কুমার নন্দী, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার কর্মকর্তা নীল কমল রায়, কোডেকের কর্মকর্তা মোঃ শাহজামাল। সভায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে সকলে মিলে জনসচেতনতা সৃষ্টি, বাড়িতে ডেলিভারী বন্ধ করা ও বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় ।