ফকিরহাট সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সেমিনার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম রফিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সবুর আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সচিব ম. আলতাফ মাহমুদ প্রমূখ। অফিস সহকারি মোঃ জাহাঙ্গির আলম, ফিল্ড সুপারভাইজার মোহম্মদ আলী, ইউনিয়ন সমাজকর্মী মোঃ কামাল হোসেন, নিলুফা চৌধুরী, মজনেয়ারা খাতুন সহ সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।