ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে সততা সংঘের অনুষ্ঠান
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজে সততা সংঘের আয়োজনে গতকাল শনিবার সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা এর তত্বাবধানে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করার উদ্দেশ্য অনুষ্ঠিত হলো রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আনুষ্ঠাানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য স,ম আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ হোসাইন ছায়েদীন, মৃত্যুঞ্জয় কুমার দাস, সিরাজুল ইসলাম, মোসাঃ আতাউন্নেছা, সালমা খাতুন, পলি দাশ, শেখ শামীম ইসলাম, উৎপল কুমার দাস প্রমুখ। রচনা প্রতিযোগিতায় বিজয়ী তুলি মজুমদার, নাহিদা আক্তার, রফিকুল মোড়ল, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিভা রানী বিশ্বাস, সওদা খাতুন, মারিয়া খাতুন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পূরবী চক্রবত্তী, তুলি মজুমদার, মোঃ জোবায়ের শেখ এর হাতে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে বই তুলে দেওয়া হয়।