December 23, 2024
আঞ্চলিক

ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজে আলী আহম্মেদের স্মরণে দোয়া মাহফিল

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে উক্ত কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক গনপরিষদ সদস্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আলী আহম্মেদের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

অত্র কলেজের অধ্যক্ষ নীহার কান্তি ফোজদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ রেজাউল করিম ফকির, সদস্য শেখ নুরইসলাম সোহেল, প্রাক্তণ শিক্ষানুরাগী সদস্য সৈয়দ আলতাফ হোসেন টিপু, জমিদাতা আল ইমরান, বিদ্যোৎসাহী সদস্য মেহেরুন্নেছা, সহকারি অধ্যাপক অঞ্জনা রানী পাল কুন্ডু, মোড়ল নাজিম উদ্দিন, প্রভাষক শ্যামল কুমার সাহা, খন্দকার আঃ তারিকুল্লাহ, তপন কুমার বিশ্বাস, উত্তম কুমার দে, মিল্টন হীরা, সুজন কুমার দাশ, মোঃ আনিচুর রহমান মল্লিক প্রমূখ। অনুষ্ঠানে বক্তাগন শেখ আলী আহম্মেদের আত্মজীবনী নিয়ে আলোচনা করেন। দোয়া পরিচালনা করেন প্রভাষক মোড়ল নাজিম উদ্দিন। এসময় বিভিন্ন শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *