November 25, 2024
আঞ্চলিক

ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ে আইসিটি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ গতকাল বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। অত্র কলেজ অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদারের সভাপত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আসুদুজ্জামান।

আইসিটি মাষ্টার ট্রেইনার প্রভাষক শ্যামল কুমার সাহার পরিচালনায় অন্য্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক উত্তম কুমার দে, সাংবাদিক মান্না দে প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক তপন কুমার বিশ্বাস, খন্দকার আল ফেসানী তারিকুল্লাহ, মিল্টন হিরা, সুজন কুমার দাশ, আনিচুর মল্লিক, কম্পিউটার সহকারি বিকাশ কুমার বিশ্বাস, অফিস সহকারি অলোক দাশ প্রমূখ। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র কলেজে উদ্যোগে আইসিটি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ শুরু করেছে। এছাড়াও মাল্টিমিডিয়া ক্লাস নিয়মিত করার জন্য শিক্ষকদের ল্যাপটপ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়েছে। এতে শিক্ষকরা পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় সহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভ‚মিকা রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *