April 29, 2025
আঞ্চলিক

ফকিরহাট শিশু যৌন নিপীড়ন মামলায় ভ্যানচালক আটক

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মাসকাটা এলাকায় প্রথম শ্রেনীতে পড়–য়া শিশুকন্যা যৌন নিপীড়ন মামলায় ভ্যান চালক নুরমোহম্মদ সানা (৫২) কে আটক করেছে মডেল থানা পুলিশ। এ ব্যাপারে এসআই হারুন আর রশিদ অভিযোগের বরাত দিয়ে জানান, মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর এক শিশুছাত্রী ৭জুলাই দুপুর আনুমানিক ১টায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ভ্যান চালক নুর মোহম্মদ সানা খাবারের প্রলোভন দেখিয়ে নির্মানাধীন একটি ভবনে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটির আর্তচিৎকারে জনৈক এক মহিলা টের পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির মায়ের কাছে নিয়ে বিষয়টি জানায়। এদিকে ঘটনা বেগতিক দেখে লম্পট ভ্যান চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে মেয়েটির নানা গহর সানা নিজ বাদী হয়ে সংশ্লিস্ট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (১০) ধারায় মামলা করেন। যার নং-৮, তারিখ-০৯/০৭/২০১৯ইং। পুলিশ মঙ্গলবার দুপুরে মামলার একমাত্র আসামী নুরমোহম্মদ সানাকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ মামলা দায়ের ও আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *