ফকিরহাট শিরিনহক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শিরিনা আক্তার কিসলুর সংবধর্না অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ। শিক্ষক খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফকিরহাট কাজি আজহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার প্রমূখ।
এসময় সমাজ সেবক নির্মল কুমার দাশ, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, প্রনব কুমার ঘোষ, হাসান টিটু সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এসএমসির সদস্য সহ শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।