ফকিরহাট মধ্য বাহিরদিয়া সরকারি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মধ্য বাহিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন গতকাল মঙ্গলবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ভবনের শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির ও আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ রোস্তম মল্লিকের সভাপতিত্বে এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাশ, আওয়ামী লীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, এসএমসির সদস্য লোকমান শেখ, হারুন শেখ, লিলি বেগম, রেহেনা বেগম, তাহেরুন বেগম, শিক্ষক কাজি রাখী, নাজমিন সুলতানা সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।