ফকিরহাট বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের-২০১৯ সালের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত হয়। অত্র স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিখিল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের উপদেষ্টা স্বপন কুমার দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য দুলাল চন্দ্র দাশ, মূলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) দাশ শিশির দাশ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ। বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে এসএমসির সদস্য মকছেদ আলী ফকির, সরোজিৎ দাশ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।