ফকিরহাট বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির ও কাজি মোঃ মহসিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আওয়ামী লীগ নেতা ফকির কওসার আলী, শেখ মোঃ আবু বকর, মোঃ সাইফুল ইসলাম, যোগেশ তরফদার, মোঃ জাহাঙ্গির হোসেন, ইউপি সচিব ম. আলতাফ মাহমুদ, ইউপি সদস্য খান শামিম হাসান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, কওসার আলী মোল্লা প্রমূখ।
ফাইনাল খেলা ফকিরহাট সদর বনাম নলধা-মৌভোগ ইউনিয়নের মধ্যকার অনুষ্ঠিত। খেলায় ফকিরহাট সদর ইউনিয়ন ১-০ গোলে নলধা-মৌভোগ ইউনিয়নকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের সাজ্জাদ, ম্যান অবদি সিরিজ সাইফুল্লাহ, সেরা গোলদাতা আমান। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগি ছিলেন জসিম উদ্দিন, আকবর আলী ও লিপন বিশ্বাস। খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।