ফকিরহাট প্রান্তিক জনগোষ্ঠির মাঝে আর্থিক অনুদান প্রদান
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রান্তিক জনাগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বিনিয়োগ পূজি হিসেবে ১০০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোট ১ লক্ষ ৮০ হাজার অনুদান প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সবুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ খলিল আল রশিদ, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হিটলার গোলদার প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা সহ প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।