ফকিরহাট পিলজংগ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সন্ধায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ।
এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (অবঃ) আঃ মান্নান। এসময় ইউপি সাধন কুমার দে, বাবু মোল্লা, মোশারফ হোসেন, প্রান্ত দে, সাংবাদিক মান্না দে, এম জাকির হোসেন সহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় ১০ ওভারে ১৬৭ বিনা উইকেটে শাহী মহল্লা কিংস বিজয়ী হয়েছে। রানার্সআপ ব্রাদার কিংস ৭ উইকেটে ১২৪ করে। খেলায় ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় শিমু শেখ, ম্যাচ অবদি ম্যাচ নির্বাচিত হন জাহাঙ্গির হোসেন। খেলা সার্বিকভাবে পরিচালনা করেন তমাল ধর ও জামাল হোসেন।