ফকিরহাট পরিবার পরিকল্পনার গ্রহীতা মেলার প্রস্তুতি সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ও সিসিএসডিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পরিবার পরিকল্পনা কর্যক্রমে এলএআরসি এন্ড পিএম বৃদ্ধির লক্ষ্যে গ্রহীতা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিজিএফপি-ঢাকা) ডাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার (সিসিএফডিপ) ডাঃ সৈয়দা সুমাইয়া বুশরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যরাখেন মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামিম। পরিবার পরিকল্পনাপরিদর্শক মুর্শিদুল আলমের সঞ্চলনায় এসময় এসএসিএমও, এফডাবিøউভি, এফপিআই, এফডাবিøউএ উপস্থিত ছিলেন।