ফকিরহাট নলধা-মৌভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেল ৪টায় ডহরমৌভোগ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অজামিল ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ দাশ শিশির কুমার, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, মূলঘর ইউপি য়োরম্যান এ্যাডঃ হিটলার গোলদার, প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আনন্দ কুমার দে ও কুয়েটের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার শিমুল বালার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, থানা কেন্দ্রীয় মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, সহকারি অধ্যাপক নবদিপ ঢালী, ডাঃ রাজমোহন হীরা, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, দুলাল কৃষ্ণ রাহা প্রমূখ।