ফকিরহাট দুই দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লেিগর সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা কৃষি অফিসার নাছরুল মিল্লাত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, প্রভাষক এস এম খায়রুল আলম, শিক্ষক ুমোঃ নজরুল ইসলাম, কলেজ ছাত্রী নওরিন আহম্মেদ, স্কুল ছাত্রী অনন্যা সাহা প্রমূখ। এসময় অফিসার ইনচার্জ মোঃ আবু জাহিদ শেখ, মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।