ফকিরহাট দি সিটি ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দি সিটি ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ফকিরহাট শাখা এবং টিভিএস মটরসাইকেল শো-রুমের শুভ উদ্বোধন গতকাল সোমবার সকাল ১১টায় মেসার্স বাপ্পি ষ্টোর ভবনে অনুষ্ঠিত হয়। লাল ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন দি সিটি ব্যাংক লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মুহাম্মদ সাখাওয়াত হোসেন। বাপ্পি ষ্টোরের পরিচালক বাপ্পি কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, টিভিএস অটো বাংলাদেশ খুলনার এরিয়া ম্যানেজার শরীফ হুসাইন মজুমদার, সিটি ব্যাংক লিমিটেডের খুলনা এরিয়া ম্যানেজার স্বাগত সরকার, ইউসিবি ব্যাংক ফকিরহাট শাখার ম্যানেজার মোঃ শফিক মাহমুদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সিটি ব্যাংক ফকিরহাট শাখার এমডি আনন্দ কুমার দে ও টিভিএস শো-রুম ম্যানেজার শেখ মাসুম বিল্লাহ।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাশ, মনোতোষ রায় কেষ্ট, প্রজিৎ কুমার মজুমদার, টিভিএস কোম্পানীর এক্সুকিউটিভ জয় মন্ডল, শো-রুমের সেলস অফিসার সুমন মন্ডল, সিটি ব্যাংকের শাহ নেওয়াজ জনি, মুক্তিযোদ্ধা শেখ আবু বকর, ডাঃ উপেন্দ্রনাথ পাল প্রমূখ।